শিক্ষার্থীদের ওপর হামলা হলেও পুলিশ ছিল দর্শক: ড্যাব

নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২৪, ১৩:৫২
শেয়ার :
শিক্ষার্থীদের ওপর হামলা হলেও পুলিশ ছিল দর্শক: ড্যাব

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরকার-সমর্থিত ছাত্র সংগঠনের হামলার সময় পুলিশ বাহিনী দর্শকের ভূমিকায় ছিল বলে মন্তব্য করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

আজ বুধবার সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. আব্দুস সালাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার সমর্থিত ছাত্র সংগঠনের হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর অপমানজনক বক্তব্যের প্রতিবাদে এ বিবৃতি দেওয়া হয়েছে।'

ড্যাবের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরকার সমর্থিত ছাত্র সংগঠন নৃশংস হামলা চালিয়েছে। হামলায় এখন পর্যন্ত সারাদেশে ৬ জন শিক্ষার্থী নিহত ও শত শত ছাত্রছাত্রী গুরুতর আহত হয়েছেন। 

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ২০১৮ সালে বাতিল হওয়া কোটা ২০২৪ সালে এসে আবারও চালু হলে স্বাভাবিকভাবেই তা সাধারণ শিক্ষার্থীদের হতাশ করে। এই হতাশা থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষার্থীদের দাবিকে গঠনমূলক আলোচনার ভিত্তিতে সমাধান না করে নেতিবাচকভাবে স্বাধীনতাবিরোধী হিসেবে অভিহিত করা হয়। সম্প্রতি সরকার প্রধানের নেতিবাচক মন্তব্যে ফুঁসে উঠে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকার সমর্থিত ছাত্র সংগঠনের সদস্যরা অস্ত্র হাতে প্রশাসনের ছত্রছায়ায় পৈশাচিক আক্রমণ করে। এখানে পুলিশ বাহিনী ছিল যথারীতি দর্শকের ভূমিকায়।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অগ্রগণ্য। তাই দেশের স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানে পেশীশক্তির ব্যবহার রহিত করে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ আনয়ন করা অতীব জরুরি। একই সঙ্গে শিক্ষার্থীদের চাকরিপ্রাপ্তির ক্ষেত্রে সব ধরনের অযৌক্তিক কোটা প্রত্যাহার করার দাবি জানাচ্ছে ড্যাব।