স্বপ্নের ক্লাবে এলেন কিলিয়ান এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ০০:০০
শেয়ার :
স্বপ্নের ক্লাবে এলেন কিলিয়ান এমবাপ্পে

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বপ্নের ক্লাবে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। ৯ নম্বর জার্সিতে খেলবেন তিনি। এমবাপ্পের শৈশবের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদ। প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি। ২০১৮ সালে তিনি বিশ^কাপ জেতেন। এই শিরোপা তার জেতা বাকি রয়েছে।

কিলিয়ান এমবাপ্পে প্রথমে চুক্তিবদ্ধ হন। এরপর জার্সি নিয়ে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে ছবি তোলেন। এমবাপ্পে সংবাদ সম্মেলনেও কথা বলেছেন। তবে স্টেডিয়ামে কথা বলেন জার্সি পরে, ‘এখানে আসতে পেরে অবিশ্বাস্য লাগছে। অনেক বছর ধরেই রিয়ালে খেলার স্বপ্ন দেখেছি, আজ সেই স্বপ্ন সত্যি হলো। সুখী লাগছে। রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজকে ধন্যবাদ। তিনি প্রথম দিন থেকেই আমার ওপর আস্থা রেখেছেন। অনেক কিছুই ঘটেছে...কিন্তু ধন্যবাদ। এখানে আসার জন্য যারা সাহায্য করেছেন, তাদেরকেও ধন্যবাদ। (গ্যালারির প্রতি) আমার পরিবারকে দেখছি। মা কাঁদছেন (বলে রিয়ালের ব্যাজে চুমু খান এমবাপ্পে)।’

রিয়াল মাদ্রিদে আসা স্বপ্ন ছিল এমবাপ্পের। এটা নিয়ে বলেন, ‘শৈশব থেকে একটি স্বপ্নই দেখেছি এবং এখানে আসতে পারাটা আমার জন্য অনেক কিছু। এখন আমার সামনে আরেকটি স্বপ্ন। এই ক্লাবের ইতিহাসের অংশ হতে চাই। এই ক্লাব ও ব্যাজের জন্য আমি নিজের জীবন উৎসর্গ করব। ফুটবল ইতিহাসে সেরা ক্লাবটির খেলোয়াড় হয়ে নিজের স্বপ্নপূরণ করতে পেরে ভালো লাগছে... এখন সবাই একসঙ্গে বলি ১, ২, ৩, আলা মাদ্রিদ!’ স্পেন এখন ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে মাতোয়ারা। এর মধ্যেই ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালো রিয়াল মাদ্রিদ।

প্রথমবারের মতো নিজেদের মাঠে এমাবাপ্পেকে রিয়ালের জার্সি গায়ে দেখতে ৮৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন সান্তিয়াগো পুরোটাই কানায় কানায় পরিপূর্ণ ছিল। ১৫ বছর আগে ঠিক এভাবেই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বরণ করে নিয়েছিল মাদ্রিদ সমর্থকরা। ফরাসি তারকার জন্য আয়োজনটা এবার আরও একটু বড় পরিসরেই করা হলো। এমবাপ্পেকে ঘরের মাঠে দেখতে ভক্ত-সমর্থকদের জন্য স্টেডিয়ামে প্রবেশে কোনো টিকিটের ব্যবস্থা রাখা হয়নি। স্টেডিয়ামে আসার আগে এমবাপ্পে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। এরপর রাতে স্টেডিয়ামে সমর্থকদের সামনে উপস্থিত হন, তারপর ছিল সংবাদ সম্মেলন। যদিও তার নতুন সতীর্থরা সোমবার থেকে অনুশীলন শুরু করেছেন। ইউরোতে তার নেতৃত্বে ফ্রান্স সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। রিয়ালের অনুশীলনে নামার আগে ক্লাবের চিকিৎসকরা এমবাপ্পের স্বাস্থ্য পরীক্ষা করেন। বিশেষ করে গত ১৮ জুন অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই নাক ভেঙে যাওয়ায় সেই বিষয়টি গুরুত্ব সহকারে মাদ্রিদে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন:

বিপাকে আলভেস