আন্দোলনকারীদের তোপের মুখে হাসপাতালে আশ্রয় নিলেন হাজী সেলিম
কোটা সংস্কার আন্দোলনকারীদের তোপের মুখে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে আশ্রয় নিলেন ঢাকা-৭ আসনের সরকারদলীয় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফেরার সময় তিনি আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন। পরে তিনি হাসপাতালে ফিরে আসেন।
হাজী সেলিম ল্যাবএইড থেকে বের হলে ৩০০ থেকে ৪০০ আন্দোলনকারী তার দুটি গাড়ি আটকে দেয়। এ সময় হাজী সেলিমের অনুসারীদের সঙ্গে আন্দোলনকারীদের বাক্-বিতণ্ডা হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা হাজী সেলিমের গাড়িতে হামলা চালানল পরে সাবেক এ এমপি ল্যাবএইড হাসপাতালে আশ্রয় নেন। এ সময় আন্দোলনকারীরা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তপ্ত হয়ে গেছে সারাদেশ। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়ে আন্দোলন করছেন। অন্যদিকে, তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে মাঠে নেমেছে ছাত্রলীগ। কোনো কোনো এলাকায় ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও দলটির অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরও দেখা যাচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ-ছাত্রলীগের সংঘর্ষে সারাদেশে এ পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?