শিক্ষার্থীদের ওপর হামলায় কর্নেল অলির নিন্দা, কাল গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৪, ২১:৪২
শেয়ার :
শিক্ষার্থীদের ওপর হামলায় কর্নেল অলির নিন্দা, কাল গায়েবানা জানাজা

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ-ছাত্রলীগের হামলা ও সারাদেশে ৬ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম।

আজ মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে ড. কর্নেল অলি বলেন, ‘আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় সারা বাংলাদেশ আজ রক্তাক্ত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় এ পর্যন্ত সারাদেশে ৬ জন নিহত হয়েছেন। সারাদেশেই আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশ রাবার বুলেট ও কাঁদানি গ্যাস নিক্ষেপ করে। এইসব নির্মম হত্যাকাণ্ডসহ সারাদেশে পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং গুলিতে নিহত এবং অসংখ্য শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’ 

তিনি বলেন, ‘১৫ বছরে অবৈধ আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধা কোটায় ছাত্রলীগকে চাকরিতে নিয়োগ দিয়েছে। অতএব শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। অনতিবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই।’

এদিকে, আগামীকাল বুধবার দুপুর ১২টায় মগবাজার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজার ঘোষণা দেন কর্নেল অলি।