পরিচয় মিলেছে সিটি কলেজের সামনে নিহত পথচারীর

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৪, ২১:১৫
শেয়ার :
পরিচয় মিলেছে সিটি কলেজের সামনে নিহত পথচারীর

রাজধানীর সিটি কলেজ এলাকায় আজ কোটা সংস্কারের আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষে কলেজের সামনে নিহত অবস্থায় পড়ে থাকা পথচারীর পরিচয় মিলেছে। নিহতের পথচারীর নাম মো. শাহজাহান (২৫)। তিনি নিউমার্কেট এলাকার হকার ছিলেন।

মো. শাহজাহান কামরাঙ্গীচর চান মসজিদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি কেরানীগঞ্জের বাসিন্দা। 

শাহজাহানের মা আয়েশা বেগম ও মামা মোসলেম রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসে মরদেহ সনাক্ত করেন। 

আয়েশা বেগম বলেন, ‘আমার ছেলে শাহজাহান নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে পাপোশ বিক্রি করত। সে আজ সকালে কাজে বের হয়।’ 

উল্লেখ্য, রাজধানীর সিটি কলেজ এলাকায় সংঘর্ষের সময় কলেজের সামনে আহত অবস্থায় পড়ে ছিল শাহজাহান। তাকে সেখান থেকে উদ্ধার করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন অ্যাম্বুলেন্সচালক আলী মিয়া। পরে আজ সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পরীক্ষার পর ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।