ওমানে মসজিদে গুলি, ৪ পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২৪, ২০:১০
শেয়ার :
ওমানে মসজিদে গুলি, ৪ পাকিস্তানি নিহত

ওমান

ওমানে একটি মসজিদের সামনে গুলিতে অন্তত চারজন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দেশটির রাজধানী মাস্কটের এক শিয়া মসজিদের সামনে এই গুলির ঘটনাটি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  

প্রতিবেদনে বলা হয়, ওমান মধ্যপ্রাচ্যের অন্যতম স্থিতিশীল দেশ। সেখানে এমন ঘটনা খুবই বিরল। মাস্কাটের এক শিয়া মসজিদের কাছে ঘটনাটি ঘটেছে। সুন্নি সংখ্যাগরিষ্ঠ ওমানে শিয়ারা সংখ্যালঘু।

দেশটির পুলিশ বলেছে, “ওমান পুলিশ গুলিবর্ষণের ঘটনায় পদক্ষেপ নিয়েছে। আল-ওয়াদি আল-কবির এলাকায় একটি মসজিদের কাছে ঘটনাটি ঘটেছে।  হামলকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, মসজিদে প্রার্থনারত অনেক মুসল্লিকে জিম্মি করেছিল ওই বন্দুকধারী। জিম্মিদের মধ্যে নারী ও শিশুও ছিল।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে দেওয়া এক বার্তায় চারজন নাগরিকের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, আহতদের মধ্যে ৩০ জন পাকিস্তানি রয়েছে।