মহাখালীতে ত্রিমুখী সংঘর্ষ, ২ মোটরসাইকেলে আগুন
রাজধানীর মহাখালীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল দুটিতে আগুন দেওয়া হয়। আর দিনের বিভিন্ন সময় সংঘর্ষ ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এ এস এম হাফিজুর রহমান মোটরসাইকেলে আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে দুটি মোটরসাইকেলে আগুন দেখা গেছে। মোটরসাইকেল দুটি পুলিশের কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে আজ দুপুরে মহাখালীতে রেললাইন অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
মূলত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আমতলী থেকে মহাখালী মোড় পর্যন্ত অবস্থান নেন। তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।