ফার্মগেট অবরোধকারী শিক্ষার্থীদের পিটিয়ে সরিয়ে দিল আওয়ামী লীগ-ছাত্রলীগ

অনলাইন ডেস্ক
১৬ জুলাই ২০২৪, ১৬:৪৫
শেয়ার :
ফার্মগেট অবরোধকারী শিক্ষার্থীদের পিটিয়ে সরিয়ে দিল আওয়ামী লীগ-ছাত্রলীগ

রাজধানীর ফার্মগেটে অবরোধ করা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও তেজগাঁও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তারা এ হামলা চালান।

তার আগে আজ দুপুর ২টার দিকে ফার্মগেটের ফার্মভিউ মার্কেটের ও সেজান পয়েন্টের সামনের সড়কে অবরোধ করেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। পরে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তেজগাঁও কলেজে জড়ো হওয়া স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা ছাত্রদের ওপর হামলা চালান। লাঠি হাতে তারা শিক্ষার্থীদের ধাওয়া করেন।

শিক্ষার্থীরা দৌড়ে বিজ্ঞান কলেজ ও তেজগাঁও চার্চের দিকে চলে যান। আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের তাদের পিছু নিতে দেখা যায়।

হামলারর বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সংবাদমাধ্যমকে বলেন, ‘ফার্মগেটে আন্দোলন বা অন্যদের প্রতিহত করার ব্যাপারে আমরা কিছু জানি না। ফার্মগেটে শিক্ষার্থীদের সড়কে আন্দোলন করার ব্যাপারে শুনেছিলাম, তবে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে দেখতে পাইনি।’