জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক, বললেন পরীমণি

বিনোদন প্রতিবেদক
১৬ জুলাই ২০২৪, ১৬:৪০
শেয়ার :
জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক, বললেন পরীমণি

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল দেশ। বেশ কয়েক দিন ধরেই চলছে এই আন্দোলন। যেখানে অংশ নিয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। তবে এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।

হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছাত্র-ছাত্রীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি এক ফেসবুকবার্তায় লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।

চিত্রনায়ক সিয়াম আহমেদ লিখেছেন, ‘আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝড়বে কেন?’

অভিনেতা নিলয় আলমগীরও দীর্ঘ এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, ‘আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান ও ভালোবাসা আপনি সব সময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ…।’

অভিনেত্রী মিষ্টি জান্নাত লিখেছেন, ‘আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চ কণ্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই তাহলে আপনি একটা আবর্জনা, রাজাকার।’

নির্মাতা খিজির হায়াত খান লিখেছেন, ‘লাঠিয়াল বাহিনী ছাত্রলীগকে আমাদের দেখিয়ে দেওয়ার জন্য এ দেশটা এই মুহূর্তে শুধু আওয়ামী লীগ আর ছাত্রলীগের। আপনাদের শিল্পকর্ম টাইম লাইন এ থাকল। একদিন এই দেশটা আবার স্বাধীন হবে জেনে রাইখেন।’