সায়েন্সল্যাবে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হয়ে ১২ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৪, ১৬:০২
শেয়ার :
সায়েন্সল্যাবে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হয়ে ১২ জন ঢামেকে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি

রাজধানীর সায়েন্সল্যাব, নিউমার্কেটসহ আশপাশের এলাকা কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে আহত হয়ে অন্তত ১২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বিকেল ৩টার দিকে তাদের হাসপাতালে নেওয়া হয়।

আহতদের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থী, ছাত্রলীগ নেতা-কর্মী ও পথচারী রয়েছেন। ঢামেকে ভর্তি হওয়া আহতরা হলেন সাব্বির(২৪), হাবিব (২৪), জাহিদ (২৫), ইয়াছমিন (৩২), হাসান (২৭), মিরাজ (২৮), আরিফ(২১), লাভলু (৪৫) উসমান (৩২), হৃদয় (২১), মৃদুল (২৩), মো. নাহিদ (১৮)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে দুপুর ১২টা থেকে সায়েন্সল্যাবে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের একটু দূরেই অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর তাদের উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। সংঘর্ষের ফলে সায়েন্সল্যাব, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি ও গ্রিন রোডের একাংশ এবং পুরো নিউমার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে লাঠি রয়েছে। তাদের অনেকেই ইট-পাটকেল ছুড়ছেন। হেলমেট পরা অবস্থায়ও আছেন অনেকে। ছাত্রলীগের পক্ষে মাঝবয়সী লোকজনকেও হামলা করতে দেখা গেছে।

ছাত্রলীগ ও শিক্ষার্থীদের সংঘর্ষে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এলিফ্যান্ট রোড, নিউমার্কেট এলাকায় কেনাকাটা করতে আসাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।