ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৪, ১৩:৪০
শেয়ার :
ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। 

আজ মঙ্গলবার নয়াপল্টনে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে এই মিছিল হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

এসময় রাকিবুল ইসলাম রাকিব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের নির্দেশনা দিচ্ছি আজ থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবেন। ছাত্রদল যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আছে, তেমনি সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে থাকব।’

এর আগে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেয় ছাত্রদল। একই সঙ্গে ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর কটুক্তির প্রতিবাদে আগামীকাল বুধবার দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করে সংগঠনটি।