‘তুফান’র ‘লাগে উরাধুরা’ গান নিয়ে গীতিকারের অভিযোগ

বিনোদন ডেস্ক
১৬ জুলাই ২০২৪, ১২:২৭
শেয়ার :
‘তুফান’র ‘লাগে উরাধুরা’ গান নিয়ে গীতিকারের অভিযোগ

ঈদের আলোচিত সিনেমা ‘তুফান’। রায়হান রাফীর পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, নাবিলা ও কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। এই সিনেমার জনপ্রিয় গানগুলোর একটি ‘লাগে উরাধুরা’। প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ানের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ও প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। আর কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন।

‘লাগে উরাধুরা’র জয়ধ্বনী যখন সবখানে ঠিক তখনই গানটি নিয়ে অভিযোগ তুললেন এর গীতিকার শরীফ উদ্দিন। তিনি জানান, তাকে না জানিয়ে প্রীতম হাসান গানটি ব্যবহার করেছেন সিনেমায়। শুধু তাই নয়, তার অনুমতি না নিয়েই আরেকজন গীতিকারকে নামও যুক্ত করা হয়েছে গানটিতে।

গীতিকার শরীফ উদ্দিনের কথায়, ‘দুই বছর আগে নিজে গাওয়ার জন্য গানটি প্রীতম হাসানকে দিয়েছিলেন। সে সময় “লাগে উরাধুরা” গানটি তাকে দিয়ে বলি, গানটি রাখো, পরে এসে আমি গাইব। পরবর্তী সময়ে সে আমাকে না জানিয়ে গানটি সিনেমায় ব্যবহার করেছে। দুই মাস আগে সে আমাকে ২০ হাজার টাকা দিয়ে জানায়, এটি সিনেমায় ব্যবহার করা হচ্ছে। আমার কাছ থেকে একটি কাগজও নেয়।’

গানটিতে আরেক গীতিকারের নাম যুক্ত করার প্রসঙ্গে শরীফ উদ্দিন বলেন, ‘সবচেয়ে কষ্টের বিষয়, আমার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই আরেকজন গীতিকারকে যুক্ত করা হয়েছে। আমার লেখা থেকে শুধু গানের মুখটুকু রাখা হয়েছে। এই বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। আমাকে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করেনি।’

আক্ষেপ নিয়ে তিনি আরও বলেন, ‘এই গান নিয়ে এত আলোচনা হচ্ছে অথচ যার লেখা, তাকে নিয়ে কোনো কথা নেই। কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি। আমার নামও কেউ নিচ্ছে না। অথচ আমার লেখা অংশ “তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাধুরা”র জন্যই গানটি এত হিট হয়েছে।’

তবে শরীফ উদ্দিনের অভিযোগ অস্বীকার করেছেন প্রীতম হাসান। তার কথা, ‘গানটির প্রথম ৪ লাইন শরীফ উদ্দিনের লেখা আর বাকিটা রাসেল মাহমুদের। শরীফের অংশটা “আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে”র সুরের ওপর করা। তাই আমরা এর প্রকৃত সুরকারের পরিবার থেকে অনুমতি নিয়ে ব্যবহার করেছি। আর রাসেল মাহমুদের অংশটার সুর আমার করা। আমি চারজনকে শরীফ উদ্দিনের বাড়িতে পাঠিয়েছিলাম ডকুমেন্টস ও টাকাসহ। সেখানে সবকিছু তাকে পড়ে শুনিয়ে সিগনেচার নেওয়া হয়েছে।’