ছাত্রদের অপেক্ষা করতে বললেন ব্যারিস্টার সুমন
কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে অবশেষে মুখ খুললেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের আগামী এক মাস অপেক্ষা করতে বলেছেন।
আজ মঙ্গলবার হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
ব্যারিস্টার সুমন বলেন, ‘বিষয়টি এখন আদালতে হাতে। আদালত চার সপ্তাহ সময় নিয়েছেন। তাই শিক্ষার্থীদের বলব তারা যেনো একটা মাস অপেক্ষা করেন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রয়োজনে তিনি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে আদালতে কথা বলবেন বলে জানান।
এ সময় চলমান আন্দোলনে সহিংসতার ঘটনায় ছাত্রলীগকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান আলোচিত এ সংসদ সদস্য।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?