বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকবে ছাত্রদল
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে আবারও নিজেদের সমর্থনের কথা জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ সময় ছাত্রদলের নেতারা বলেন, ছাত্রদল নিজেদের ব্যানারে এ আন্দোলনে কোন কর্মসূচি দেবে না। তবে শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল দাবির সঙ্গে ছাত্রদল একমত রয়েছে। তাদের সঙ্গে একই ব্যানারে ছাত্রদল পাশে ছিল এবং থাকবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এসময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান তারা।