আজ কোথায় কী আয়োজন?
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;
আওয়ামী লীগের কর্মসূচি
শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ছাত্রলীগের বিক্ষোভ
মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুপুর দেড়টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ
হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে বিকেল ৩টায় সারাদেশে বিক্ষোভ-সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে কোটা সংস্কার আন্দোলনের ন্যায্যতা ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বর্বরোচিত হামলার প্রতিবাদে সকাল ১০টায় নতুন বাজারে প্রতিক্রিয়া জানাবে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
হামলার প্রতিবাদে প্রতিক্রিয়া
কোটা সংস্কার আন্দোলনের ন্যায্যতা ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বর্বরোচিত হামলার প্রতিবাদে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে নাগরিক প্রতিক্রিয়া জানাবে কোটা সংস্কার আন্দোলন-২০১৮ এর সংগঠকবৃন্দ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ছাত্রদলের সংবাদ সম্মেলন
কোটাব্যবস্থা বিষয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা নিয়ে সকাল সাড়ে ১০টায় নয়া পল্টন কেন্দ্রীয় অফিসে সংবাদ সম্মেলন করবে ছাত্রদল।
গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ
শিক্ষার্থীদের আন্দোলনের ওপরে সরকারি মদদে ছাত্রলীগের বেপরোয়া হামলা-নির্যাতনের প্রতিবাদে বেলা সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।
বিএনপির কর্মসূচি
বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী মশিউর রহমান জাদু মিয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলা আব্দুস সালাম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।