এখানে এসে থমকে গেলাম!
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। গতকাল সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ হামলার প্রতিবাদ জানান।
ফেসবুক পোস্টে আশরাফুল আলম খোকন লেখেন, ‘এখানে এসেই থমকে গেলাম। ছাত্রীবোনদের রক্তাক্ত ছবি কোনোমতেই নিতে পারতেছি না।’
তিনি লেখেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাড়ে সাত বছর কাজ করেছি। খুব কাছ থেকে দেখেছি তিনি মা-বোনদের বিষয়ে কতটা সংবেদনশীল, কতটা সম্মান করেন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের ফেসবুক পোস্ট
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সবশেষে প্রধানমন্ত্রীর সাবেক এ উপপ্রেস সচিব লেখেন, ‘কোটা আন্দোলনে যেমন রাজাকারদের প্রেতাত্মা ঢুকে আন্দোলন নষ্ট করেছে, আমাদেরও খুঁজে দেখতে হবে, আমাদের মাঝে কোনো অনুপ্রবেশকারী প্রেতাত্মা আছে কি না।’