মুলার-শাকিরির অবসর ঘোষণা
গত রবিবার শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের ফেভারিট দলগুলোর একটি ছিল জার্মানি। কিন্তু কোয়ার্টার ফাইনালেই দলটি বিদায় নেয় স্পেনের কাছে হেরে। ওই ম্যাচের পর থেকেই টমাস মুলারের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন জার্মান স্ট্রাইকার।
গতকাল এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে ৪৫ গোল করার পর আমি বিদায় জানাচ্ছি। দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলার সময় এসব কোনো কিছুর স্বপ্ন দেখিনি। দেশের হয়ে খেলতে সব সময়ই গর্ব বোধ করেছি।’
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
একই দিন আন্তর্জাতিক ফুটবল ও সুইজারল্যান্ড দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জেদ্রান শাকিরি। ২০১০ সালে জার্মানির জার্সিতে অভিষেক হয় মুলারের। ১৪ বছরের এই অধ্যায়ে দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তিনি। দেশের হয়ে এ পর্যন্ত ৮টি মেজর টুর্নামেন্ট খেলে কেবল ২০১৪ বিশ^কাপ জয়ের স্বাদ পেয়েছেন মুলার।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র