সহপাঠীদের চোখে কেমন ছিলেন ক্রুকস

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২৪, ০০:০০
শেয়ার :
সহপাঠীদের চোখে কেমন ছিলেন ক্রুকস

থমাস ম্যাথিউ ক্রুকস, এখন বিশ^ব্যাপী আলোচিত নাম। কেননা ২০ বছর বয়সী এই ক্রুকসই গত শনিবার ট্রাম্পকে গুলি করেছেন। সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত হয়েছেন তিনিও। তবে ঠিক কী কারণে ক্রুকস ট্রাম্পকে হত্যাচেষ্টা করলেনÑ তা এখনো ধোঁয়াশাই রয়ে গেছে। এ নিয়ে কোনো সদুত্তর মিলছে না। তবে তার নানা বিষয় নিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো খুঁটিনাটি তথ্য দিয়ে চলেছে।

ক্রুকসের কয়েকজন সহপাঠী ও প্রতিবেশীর সঙ্গে কথা বলেছে সিএনএন। তিনি বেথাল পার্ক হাইস্কুল থেকে ২০২২ সালে গ্র্যাজুয়েশন করেছেন। বিদ্যালয়ের গ্র্যাজুয়েশন সমাপনী উৎসবের ভিডিও তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আছে। সহপাঠী ও প্রতিবেশীরা বলেছেন, ক্রুকস বেশ শান্ত স্বভাবের ছিলেন। পড়াশোনায় বেশ ভালো ছিলেন। ক্রুকসের সঙ্গে একই হাইস্কুলে পড়াশোনা করেছেন জেসন কোহলার (২১)। তিনি বলেন, বিদ্যালয়ে ক্রুকসকে দেখে বেশ একাকী মনে হতো। ক্যাম্পাসে হাঁটা-চলার সময় তার মুখে কোনো অভিব্যক্তি থাকত না। অন্য শিক্ষার্থীরা তাকে উত্ত্যক্ত করত।