কোটাবিরোধী আন্দোলন নিয়ে এডিটর’স গিল্ড বাংলাদেশের উদ্বেগ

অনলাইন ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ২১:৩৩
শেয়ার :
কোটাবিরোধী আন্দোলন নিয়ে এডিটর’স গিল্ড বাংলাদেশের উদ্বেগ

কোটাবিরোধী আন্দোলন নিয়ে এডিটর’স গিল্ড বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ সোমবার এডিটর’স গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল হক বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এডিটর’স গিল্ড বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, চলমান কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল দেশে একটি অস্থির পরিবেশ সৃষ্টি করতে তৎপর হয়েছে। গত রবিবার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের ভুল ব্যাখ্যা করে আন্দোলনকারীদের ভেতর থেকে নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে স্লোগান দেওয়া হয়। যা অত্যন্ত বেদনাদায়ক ও একাত্তরের শহীদের আত্মদানের প্রতি অবমাননাকর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সরকারি চাকরিতে কোটাপ্রথার যৌক্তিক সংস্কার সবাই চায়। কিন্তু আমরা দেখছি একটি মহল কোটা সংস্কারের আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। এ ধরনের বিভাজন থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে এডিটর’স গিল্ড।’