টানা দশবার ‘জাতীয় রপ্তানি পুরস্কার’ পেল সার্ভিস ইঞ্জিন লিমিটেড

অনলাইন ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ২১:০২
শেয়ার :
টানা দশবার ‘জাতীয় রপ্তানি পুরস্কার’ পেল সার্ভিস ইঞ্জিন লিমিটেড

টানা দশম বারের মত ‘জাতীয় রপ্তানি পুরস্কার’ অর্জন করে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড। গতকাল রবিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন এ এস এম মহিউদ্দিন মোনেম, সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এবং আবদুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক।

এ এস এম মহিউদ্দিন মোনেম, বিশ্ব মঞ্চে একটি শীর্ষ আউটসোর্সিং গন্তব্য হিসেবে বাংলদেশের প্রতিনিধিত্ব করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এ এস এম মহিউদ্দিন মোনেম দশম বারের মত জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছেন, পাশাপাশি ১০ বছর ধরে সেরা করদাতা হিসাবে স্বীকৃত হয়েছেন। মরহুম আবদুল মোনেমের পুত্র হিসেবে এ এস এম মহিউদ্দিন মোনেম বাংলাদেশে চেক প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিসেবেও দায়িত্ব পালন করছেন।