যুক্তরাষ্ট্রে বাড়ি কিনলেন রাজা চার্লস
যুক্তরাষ্ট্রে ৬৬ লাখ ডলার দিয়ে একটি বাড়ি কিনেছেন ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়। ম্যানহাটনের বিলাসবহুল ‘বিলিয়নিয়ার রো’তে তিনি বাড়ি কিনেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ধারণা করা হচ্ছে এতে করে ছেলে প্রিন্স হ্যারির সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করছেন রাজা চার্লস। হ্যারি এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাস করছেন। তবে কিং চার্লস এস্টেট সেখান থেকে একটু দূরেই।
২০২০ সালে রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তারা যুক্তরাষ্ট্রে পাড়ি হ্যারি ও মেগান দম্পতি। তাদের দুই সন্তান রয়েছে। তারা রিভেন রক মনটেসিতো বাস করেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
রাজা চার্লসের বাড়ি কানাডীয় দূতাবাসের মাধ্যমে কেনা হয়েছে। বাড়িতে রয়েছে তিনটি বেডরুম ও চারটি বাথরুম, ৩৬০১ স্কয়ারফিটের লিভিং স্পেস। সামনে বিশাল উঠান। সুইমিং পুল ও সনা। বিশাল রান্নাঘরে দামী পাথরের টাইলস।
সুইমিং পুলটির দৈর্ঘ্য ৮২ ফুট। রয়েছে আলাদা সনা রুম। প্রাইভেট ডাইনিং রুম ও কাস্টমাইজড কিচেনও রয়েছে বাড়িতে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস