হামলার পর প্রথম সাক্ষাৎকারে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ১৫:৩৪
শেয়ার :
হামলার পর প্রথম সাক্ষাৎকারে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনি সমাবেশে হত্যা চেষ্টার শিকার হওয়ার পর গণমাধ্যমে দেওয়া প্রথম সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, এ সপ্তাহের শেষে যে জাতীয় সম্মেলন রয়েছে, সেই সম্মেলনের বক্তৃতা তিনি নতুন করে লিখছেন। সেই বক্তব্য অসাধারণ কিছু হতে চলেছে বলেও তিনি জানিয়েছেন।

শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্প হামলার শিকার হন। বক্তব্য শুরুর পাঁচ মিনিট গুলির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ফেলেন। তার কানে ও মুখের এক পাশে রক্ত দেখা গেছে। স্থানীয় যে হাসপাতালে এসেছিলেন চিকিৎসা শেষে সেখান থেকে বেরিয়ে গেছেন তিনি। তার ছেলে জানিয়েছেন, তিনি এখন ‍সুস্থ আছেন।

শনিবার রাতে গণমাধ্যমকে দেয়া প্রথম সাক্ষাৎকারে বলেছেন যে, তিনি, তার জাতীয় সম্মেলনের বক্তৃতা সম্পূর্ণ নতুনভাবে লিখবেন। সেখানে জো বাইডেনকে সমালোচনা করার পরিবর্তে "ঐক্যের" বার্তায় গুরুত্ব দেয়ার কথা জানান তিনি।

ওয়াশিংটন এক্সামাইনারকে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেন, বৃহস্পতিবার আমি যে বক্তৃতা দেবো সেটা বিশেষ কিছু হতে যাচ্ছে। এই বক্তব্য এখনও দেয়া হয়নি। তবে দিলে, সেটা অসাধারণ বক্তব্যের মধ্যে একটি হতে চলেছে।

তিনি বলেন, ‘সত্যি বলতে, এই বক্তৃতা সম্পূর্ণ ভিন্ন কিছু হবে। দেশকে এক করার এটাই সুযোগ। আমাকে সেই সুযোগ দেয়া হয়েছে।’

ট্রাম্প বলেন, ‘আমি জানতাম যে পৃথিবী এই ঘটনা দেখছে। আমি জানতাম যে ইতিহাস এর বিচার করবে, এবং আমি জানতাম যে এই মানুষদের জানাতে হবে যে আমরা ঠিক আছি।’