ট্রাম্পের ওপর হামলার পর আনুষ্ঠানিক বিবৃতিতে যা বললেন বাইডেন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডের। গতকাল রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার পথ নেয়া “কখনই উচিত হবে না।”
শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্প হামলার শিকার হন। বক্তব্য শুরুর পাঁচ মিনিট গুলির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ফেলেন। তার কানে ও মুখের এক পাশে রক্ত দেখা গেছে। স্থানীয় যে হাসপাতালে এসেছিলেন চিকিৎসা শেষে সেখান থেকে বেরিয়ে গেছেন তিনি। তার ছেলে জানিয়েছেন, তিনি এখন সুস্থ আছেন।
বাইডেন বলেন, মনে রাখবেন, আমরা একে ওপরের সাথে দ্বিমত পোষণ করতে পারি কিন্তু আমরা একে ওপরের শত্রু না। আমরা প্রতিবেশী, বন্ধু, সহকর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা সবাই মার্কিনি।”
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বাইডেন বলেন, রাজনীতিতে আবেগ অনেক প্রবল হতে পারে, কিন্তু ‘আমাদের কখনোই সহিংসতার গহ্বরে পড়া উচিত হবে না।’
তিনি বলেন শনিবার পেনসিলভানিয়ায় ডনাল্ড ট্রাম্পকে গুলি করার ঘটনা সবাইকে আহ্বান জানায় একটু থামতে, এক পা পেছনে আসতে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস