উদ্যোক্তা হতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে বিষ খেয়ে আত্মহত্যা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ১১:৫২
শেয়ার :
উদ্যোক্তা হতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে বিষ খেয়ে আত্মহত্যা

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় উদ্যোক্তা হতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ভক্ত রাম দাস (৩০) নামের এক যুবক। গতকাল রবিবার ভোরে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত ভক্ত রাম দাস ফেনানী গ্ৰামের মৃত সুধীন দাসের ছেলে।

স্থানীয়রা জানান, রাম দাস এলাকার বিভিন্ন লোকের থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে গিয়ে ঋণগ্রস্ত হন এবং হতাশায় ভুগছিলেন। সর্বশেষ ভক্ত রাম দাস বাড়িতে হাঁস পালন করার উদ্যোগ নেন।

গতকাল রবিবার ভোরে হঠাৎ বমি করতে করতে শারীরিক অবস্থা খারাপ হলে দ্রুত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সন্দেহের সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পুনরায় ভক্ত রাম দাসকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসেন, তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের শেষে মৃত্যুর কারণ জানা যাবে।