আজ কোথায় কী আয়োজন?

অনলাইন ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ০৮:৫৬
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন?

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজনৗ সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত। বেলা ১১টার দিকে মন্ত্রণালয়/বিভাগে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এ্পিএ) স্বাক্ষর এবং বার্ষিক কর্মসম্পাদন চক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

তাজিয়া মিছিল নিয়ে

পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া/শোক মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিং করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বেলা পৌনে ১১টার দিকে লালবাগে হোসাইনী দালান ইমামবাড়ায় এই ব্রিফিং শুরু হবে।

পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি

বেলা সাড়ে ১১টায় সচিবালয়ের মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত।

লিয়াঁজো কমিটি বৈঠক

বিকেল ৪টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে গণ অধিকার পরিষদের সঙ্গে (কর্নেল মশিউজ্জামন-ফারুক হাসান) লিয়াঁজো কমিটি বৈঠক করবে বিএনপি। পরে বিকেল ৫টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে বিএনপির লিয়াঁজো কমিটি বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি পক্ষে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

উল্টো রথযাত্রা

উল্টো রথযাত্রা মহোৎসব ২০২৪ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে দুপুর ১টায় আলোচনা সভার আয়োজন করেছে ইসকন। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবউল আলম হানিফ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

দুপুর ১২টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ-সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ছাত্রলীগ

বিকেল ৩টায় রাজু ভাস্কর্য চত্বরে বিক্ষোভ করবে ছাত্রলীগ।

মুক্তিযুদ্ধ মঞ্চ

সকাল ১০টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে রাজাকারের বংশধরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।