গুলিবিদ্ধ ট্রাম্প, নিজেদের অবস্থান জানাল রাশিয়া
গত শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে ডোনাল্ট ট্রাম্পের নির্বাচনি প্রচার সমাবেশে যোগ দিয়েছিলেন হাজার হাজার ট্রাম্প সমর্থক। সমাবেশের একপর্যায়ে হঠাৎ গুলির শব্দে উপস্থিত সবাই হতভম্ব! গুলিতে ট্রাম্প আহত হন। তার কানে গুলি লাগে। সাবেক মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনি প্রচারে এমন হামলা, যা নির্বাচনের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। সে সময় পুরো ঘটনাটি একটি নিউজ চ্যানেলে লাইভ ধারণ করা হচ্ছিলো।
বিশ্বনেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেন। এবার বয়েজ অব আমেরিকার সূত্র মতে নতুন খবর হলো, এমন ঘটনায় এবার নিজেদের অবস্থান জানাল রাশিয়া।
গত রোববার সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টি ট্রাম্পের জীবনকে ‘সুস্পষ্ট’ বিপদের মধ্যে ফেলেছে। তাকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে অপসারণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে হত্যার চেষ্টাকে উস্কে দিয়েছে।‘
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস