প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় গভীর রাতে উত্তাল শাবিপ্রবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে মধ্যেরাতে ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস।
রবিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বলেন ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার’, ‘এই বাংলার মাটি- রাজাকারের ঘাঁটি’, শাবিপ্রবির মাটি, রাজাকারের ঘাঁটি ইত্যাদি স্লোগান দেয়। পরে মিছিলটি ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে মাঝপথে শাহপরাণ হলের সামনে ছাত্রলীগের বাঁধার সম্মুখীন হয়।
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তুমি কে? আমি কে? বাঙালি বাঙালি বলে স্লোগান দিতে থাকে। পরে বঙ্গবন্ধু হলের অভিমুখে ছাত্রলীগের নেতাকর্মীরা দাঁড়িয়ে কে রাজাকার? কে রাজাকার? বলে বের হত বলেন স্লোগানকারীদের।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ছাত্রলীগের বাঁধার পর সাময়িক সময়ের জন্য মিছিল স্থগিত হলেও পরে আবারো মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এরপর মিছিলটি ক্যাম্পাসের দিকে রওনা দিলে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে আবারো বাঁধাপ্রাপ্ত হয়। তখন শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে শাহপরাণ দিকে রওনা দেন।
এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, “আমরা ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করছি। প্রধানমন্ত্রীর আমাদের দাবির যৌক্তিকতা না দেখে আমাদের রাজাকার বলে দিলেন। আমাদেরকে তিনি অবমাননা করলেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমান বলেন, 'রাজাকার নামে কোনো স্লোগান হতে পারে না। এটা লজ্জাজনক। শিক্ষার্থীদের ভুল বুঝানো হয়েছে। যারা স্লোগান নিয়ে আসছিলো আমরা ইতোমধ্যে তাদের সাথে কথা বলেছি এবং তারা বুঝতে পেরেছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত আবাসিক ছাত্রী হল সামাদ হাউসেও তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার বলে স্লোগান দেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, চীন সফর নিয়ে রবিবার (১৪ জুলাই) বিকালে সংবাদ সম্মেলন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা চাকরি পাবে না কি রাজাকারের নাতি-নাতনিরা চাকরি পাবে? প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষিতে দেশব্যাপী আলোচনা সমালোচনার ঝড় তোলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।