দ্রুতগতির বাস কাড়ল বাইসাইকেল আরোহী দিনমজুরের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
১৪ জুলাই ২০২৪, ২১:৫০
শেয়ার :
দ্রুতগতির বাস কাড়ল বাইসাইকেল আরোহী দিনমজুরের প্রাণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দ্রুতগামী বাসের চাপায় বাইসাইকেল আরোহী রেজাউল সানা (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার কোদন্ডা আমতলার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত রেজাউল সানা আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রেজাউল সানা দুর্গাপুর থেকে বাইসাইকেলে নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে কোদন্ডা আমতলা মোড়ে পৌঁছালে ঘোলা থেকে সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো জ ০৫-০০৩৪) তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় স্থানীয়রা আহত অবস্থায় রেজাউলকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বিশ্বজিত কুমার বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’