বন্যার পানিতে গোসলে নেমে ৪ জনের মৃত্যু

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ২০:৩১
শেয়ার :
বন্যার পানিতে গোসলে নেমে ৪ জনের মৃত্যু

বন্যার পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলায় চারজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন দক্ষিণ বালুরচর এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১২), গোলাপ আলীর মেয়ে খাদিজা আক্তার (১০) ও বাবুল হোসেনের স্ত্রী রোকসানা (২৫)। 

জানা যায়, বিকেলে দক্ষিণ বালুচর এলাকার পাশাপাশি বাড়ির তিন শিশু, এক কিশোরী ও এক গৃহবধূ ফসলি জমিতে বন্যার পানিতে গোসল করতে নামে। হঠাৎ করেই একপর্যায়ে চারজন পানিতে তলিয়ে যেতে থাকেন। তাদের ডুবে যাওয়া দেখে দূরে দাঁড়িয়ে থাকা এক কিশোরী দৌঁড়ে বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখে ৪ জন পানিতে ভেসে উঠেছে। দ্রুত সেখান থেকে তাদের উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন। তবে এ দুর্ঘটনার থেকে বেঁচে ফেরে রিমা (১২) নামের এক শিশু।

ওসি রাজু আহম্মাদ বলেন, ‘বন্যার পানিতে গোসল করতে নেমে চারজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।’