অনন্তের বিয়েতে দুই কোটি রুপি মূল্যের সোনার ঘড়ি পেলেন বরযাত্রীরা

বিনোদন ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ১৯:০০
শেয়ার :
অনন্তের বিয়েতে দুই কোটি রুপি মূল্যের সোনার ঘড়ি পেলেন বরযাত্রীরা

গত ১২ জুলাই মুম্বাই শহরে অনন্ত-রাধিকার বিয়েতে দেশের তারকারা ছাড়াও বিদেশ থেকে সব নামীদামী তারকারাও এসেছিলেন। এতো পুরোন খবর। নতুন ও চমকপ্রদ খবর হলো, অনন্ত তার বিয়েতে আগত কাছের বন্ধুদের জন্য এক বিশেষ উপহারের ব্যবস্থা করেন। যার দাম প্রায় ২ কোটি টাকা।

অনন্ত আম্বানির বরযাত্রী হিসেবে প্রথম থেকে শেষ অবধি নেচেছেন শাহরুখ খান, রণবীর সিংহ, হার্দিক পাণ্ড্য, শিখর পাহাড়িয়ার মতো তারকারা। সেই খুশিতেই বন্ধুদের ২ কোটি টাকা মূল্যের হাতঘড়ি উপহার দিয়েছেন মুকেশ-পুত্র অনন্ত।

তার তরফ থেকে ‘রয়্যাল ওক পারপেচুয়াল’এর ক্যালেন্ডার লুমিনারি সংস্করণ নামে পরিচিত ২৫টি সীমিত সংস্করণ ‘অডেমারস পিগুয়েট’ টাইমপিস কেনা হয়েছে। ১৫ জন অতিথিকে উপহার হিসেবে দেওয়া হয়েছে মহামূল্যমানের ওই ঘড়ি। এই উপহার পাওয়ার তালিকায় রয়েছেন শাহরুখ খান, রণবীর সিং , শিখর পাহাড়িয়া, বীর পাহাড়িয়া, এবং মিজান জাফরিসহ অন্যরা।

অনন্ত’র বরযাত্রী সকলেই একরকম ঘড়ি পরে ছবিও দিয়েছেন সমাজমাধ্যমে। ১৮ ক্যারেটের রোজ গোল্ডে তৈরি এই ঘড়ি কিনতে আম্বানিদের খরচ হয়েছে মোট ৫০ কোটির কাছাকাছি।