হাসপাতাল থেকে ফিরে যে বার্তা দিলেন গুলিবিদ্ধ ট্রাম্প
বন্দুক হামলার শিকার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক বার্তা দিয়েছেন। আনুষ্ঠানিক এই বার্তায় তার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গতকাল শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্প হামলার শিকার হন। বক্তব্য শুরুর পাঁচ মিনিট গুলির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ফেলেন। তার কানে ও মুখের এক পাশে রক্ত দেখা গেছে। স্থানীয় যে হাসপাতালে এসেছিলেন চিকিৎসা শেষে সেখান থেকে বেরিয়ে গেছেন তিনি। তার ছেলে জানিয়েছেন, তিনি এখন সুস্থ আছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, ‘ইশ্বরই আমাকে বাঁচিয়েছেন। নাহলে অকল্পনীয় কিছু ঘটে যেতে পারতো। আমার জন্য যারা প্রার্থনা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের মধ্যে ঐক্য সবচেয়ে বেশি জরুরি। মার্কিনিদের আসল চরিত্র দেখানোর এখনই সময়। আমরা শক্তিশালী ও প্রতিজ্ঞ থাকবো যেন অশুভ কিছুর জয় কখনো না হয়।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস