একাকিত্বে ভুগছেন অভিনেত্রী ঋতাভরী!
আসন্ন দুর্গা পূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ঋতাভরী চক্রবর্তী অভিনীত ‘বহুরূপী’ নামে নতুন এক সিনেমা। গত শনিবার ‘বহুরূপী’ থেকে তার অভিনীত চরিত্র পরী’র লুক প্রকাশ করেছেন এ অভিনেত্রী। এই পোস্ট থেকেই নানা জল্পনা-কল্পনার শুরু। নেটিজেনদের ধারণা, হয়তো গভীর একাকিত্বে ভুগছেন ঋতাভরী!
পোস্ট করা ছবিগুলোতে ঋতাভরীকে নীল শাড়ি এবং সাদা ব্লাউস পরতে দেখা যায়। ঋতাভরী পোস্টে জানিয়েছেন যে, 'পরী চায় তার স্বামী “বাবি” ওরফে সুমন্তের সঙ্গে সময় কাটাতে, তার স্পর্শ পেতে। কিন্তু স্বামী ব্যস্ত পুলিশ অফিসার। তাই একান্ত সময় কাটানো হয় না দুজনার।'
একাকিত্ব সম্পর্কে পোস্টে অভিনেত্রী ঋতাভরী লেখেন, ‘একাকীত্ব বড় কঠিন জিনিস। সম্পূর্ণ একা হওয়ার থেকেও কষ্টকর যখন তোমার ভালোবাসার মানুষ আছে কিন্তু তাকে তুমি কাছে পাওনা। কিন্তু বুক ফেটে গেলেও তাকেই চাও। চাও তার স্পর্শ, তার আলিঙ্গন। সে সামনে অথচ সে অধরা! এ বড় যন্ত্রণার! কিন্তু পরী আলাদা। সে নিজের সাথে লড়ছে। তার “বাবি” পুলিশ। সে তার হয়েও যেন তার নয়। আমার আজ অবধি ফুটিয়ে তোলা সব থেকে মানবিক ও কঠিন এই চরিত্রটি।'
সবশেষে অভিনেত্রী লিখেছেন, 'এই চরিত্রের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে মিশে গেছেন।' এর কারণ হিসেবে অভিনেত্রী জানিয়েছেন, তিনি নিজেও ব্যক্তিগত জীবনে আঘাত পেয়েছেন এবং তাকেও নিজের সঙ্গে লড়াই করতে হয়েছে। এরপর তিনি সবাইকে সুমন্ত ও পরীর কাহিনী সম্পর্কে জানতে বড় পর্দায় ‘বহুরূপী’ দেখতে অনুরোধ জানান।
দুর্গা পুজোয় মুক্তি পেতে চলেছে ঋতাভরী অভিনীত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত থ্রিলার মুভি ‘বহুরূপী’। এর আগে ‘ফাটাফাটি’ ও ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছিল তাকে।
জানা যায়, পাপুয়া নিউ গিনি এবং ভারতের স্টেকহোল্ডারদের মধ্যে যৌথ প্রযোজনায় প্রথম আন্তর্জাতিক ছবি ‘পাপা বুকা’তেও অভিনয় করতে চলেছেন এ গুণী অভিনেত্রী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট