তুফান'র প্রস্তাব কেন ফিরিয়ে দিলেন তমা মির্জা!
‘তুফান’ গত ঈদে মুক্তির পর সারাদেশে এখনও সর্বাধিক শো এবং বিশ্বের ১৬টি দেশের মাল্টিপ্লেক্সে চলছে।
সেই ‘তুফান’ সিনেমাকে না করে দিয়েছিলেন তমা মির্জা। 'সুড়ঙ্গ'তে অভিনয়ের পর রায়হান রাফীর 'তুফান'এ জুলি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা। কিন্তু তিনি তা নাকচ করে দিয়েছিলেন।
কেন জুলিকে ফিরিয়ে দিলেন তমা? সে প্রসঙ্গে তিনি জানান, 'তুফান' টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে। বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম। আমাকে সময়ও দেওয়া হয়েছিল ভাবার জন্য। কিন্তু পরে কী মনে করে যেন কাজটি আর করিনি।
জুলি চরিত্রটির ব্যাপারে তিনি এক বাক্যেই বলেন, 'সিনেমাটি মুক্তির পর দেখলাম, জুলি চরিত্রে নাবিলাকেই বেশি মানিয়েছে।'
এদিকে একটি নতুন খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে। তা হলো, সামনেই আসছে 'সুড়ঙ্গ' টিম রাফী-তমা-নিশোর নতুন সিনেমা 'অসিয়ত'। সেটির প্রস্তুতির মধ্যে আছেন সুড়ঙ্গখ্যাত এ নায়িকা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’