ট্রাম্পের ওপর হামলায় বিশ্বনেতাদের নিন্দা
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাই এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন।
গতকাল শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্প হামলার শিকার হন। বক্তব্য শুরুর পাঁচ মিনিট গুলির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ফেলেন। তার কানে ও মুখের এক পাশে রক্ত দেখা গেছে। মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে ওঠানোর সময় তাকে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলতে দেখা যায়।
হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই ধরনের হামলা ক্ষমা করা করা যায় না।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ‘বন্ধু’ ট্রাম্পের দ্রুত সুস্থতাও কামনা করেছেন। এক্স এ দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, ‘আমার বন্ধু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। গণতন্ত্র এবং রাজনীতিতে হিংসার কোনো জায়গা নেই। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ভারত থেকে উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যার চেষ্টায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ প্রয়োজন। তার দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।’
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ‘ট্রাম্পের ওপর হামলার খবর শুনলাম। তিনি গুরুতর আহত হননি শুনে আমি আশ্বস্ত হয়েছি। আমরা তার জন্য, তার পরিবারের জন্য এবং সভাস্থলে উপস্থিত যারা এই হামলার শিকার হয়েছেন, তাদের জন্য প্রার্থনা করছি।’
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা লিখেছেন, ‘আমাদের গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনো জায়গা নেই। ঠিক কী ঘটেছে, আমরা এখনও স্পষ্ট করে জানি না। তবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যে গুরুতরভাবে জখম হননি, তা জেনে আমরা আশ্বস্ত হয়েছি। নাগরিক হিসাবে আমাদের রাজনীতিকে আরও সম্মান জানানো উচিত। মিশেল (ওবামার স্ত্রী) এবং আমি ট্রাম্পের দ্রুত সুস্থ কামনা করছি।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ লিখেছেন, ‘ট্রাম্পের ওপর এই কাপুরুষোচিত হামলার নিন্দা করছি। তিনি সুস্থ আছেন শুনে আমরা স্বস্তি পেয়েছি। তৎপরতার জন্য সিক্রেট সার্ভিসের সব কর্মকর্তা প্রশংসা পাওয়ার যোগ্য।’
হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, ‘ট্রাম্পের ওপর হামলার ঘটনায় আমি উদ্বিগ্ন। আমাদের সমাজে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গুলির ঘটনায় আমি ও আমার স্ত্রী বিস্মিত হয়েছি। আমরা তার নিরাপত্তা ও দ্রুত আরোগ্য কামনা করছি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস