ট্রাম্পের ওপর গুলি, যে মন্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জতিক ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ০৮:৫২
শেয়ার :
ট্রাম্পের ওপর গুলি, যে মন্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

নির্বাচনী সভায় ট্রাম্পের ওপর গুলির ঘঠনায় হতভম্ব হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

এক্স পোস্টে তিনি বলেন, ‘ট্রাম্পের ওপর গুলির ঘটনায় আমি বাকরুদ্ধ। এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি। তবে এটা জেনে খুশি যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে রয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘মার্কিন রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। আমাদের অবশ্যই একে প্রতিহত করতে হবে।’

এদিকে, রিপালিকান সিনেটর জেডি ভ্যান্স ট্রাম্পের ওপর গুলির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। ট্রাম্পের সম্ভব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেন, ‘ট্রাম্পের প্রতি বাইডেনের ‘আক্রমনাত্মক’ ভাষা ব্যবহারের ফলে এ ধরনের ঘটনা ঘটেছে।’

তবে প্রেসিডেন্টসিয়াল স্টাডিজের অধ্যাপক বারবারা পেরি আল জাজিরার সঙ্গে কথা বলার সময়, ডেভি ভ্যান্সের ওই বিবৃতিকে ‘মিথ্যা’ বলে অবহিত করেছেন। 

বারবারা পেরি আল জাজিরাকে বলেন, ‘ট্রাম্পের ওপর গুলির ঘটনায় বাইডেনকে দায়ী করা বাড়াবাড়ি এবং সম্পূর্ণ বানোয়াট।’ 

তিনি আরও বলেন, ‘বাইডেন একজন প্রেসিডেন্ট প্রার্থী। এজন্য তিনি সুবিধা নেওয়ার জন্য প্রতিপক্ষকে চাপে রাখতে সমালোচনা করতেই পারনে। কিন্তু তার মানে এই নয় যে ট্রাম্পের ওপর গুলির ঘটনায় বাইডেন জড়িত। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

পেরি বলেন, ‘বাইডেন জনতাকে খেপিয়ে তোলায় জড়িত নয়। সুতরাং সিনেটর ভ্যান্সের এ ধরনের দাবি সম্পূর্ণ অযৌক্তিক।’

প্রসঙ্গত, নির্বাচনী প্রচার চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার নির্বাচনী এক জনসভায় অংশ নিয়ে বক্তৃতা দেওয়ার সময় ডান কানে গুলিবিদ্ধ হন তিনি। এতে তার কান থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়। গুলির ঘটনার পরপরই জনসভায় আগত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুকধারী নিহত হয়েছে। এছাড়া জনসভায় গুলির ঘটনায় আরও একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।