আজ কোথায় কী আয়োজন?
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ রবিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় রফতানি ট্রফি ২০২১-২২’ প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বাণিজ্য প্রতিনিধি নলিনি থাভিসিন সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বিকেল ৪টায় গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর কর্মসূচি
দুপুর ১২টায় নয়াপল্টনে আটাব কার্যালয়ে আটাব টুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট-২০২৪’ নিয়ে ব্রিফ করবেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জাতীয় পার্টির কর্মসূচি
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয় চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। এ ছাড়া বিকেল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব করবেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
বিএনপির কর্মসূচি
বিকেল ৫টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ‘১২ দলীয় জোট’-এর লিয়াঁজো কমিটির বৈঠক।