ঢাকায় ফিরে ব্যবস্থা নেবেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘ঢাকাসহ সারা দেশে চিকিৎসকের সংকট রয়েছে। আমরা চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করছি এবং কোন চিকিৎসক কোন হাসপাতালে কতদিন থাকবে, আমরা সে লক্ষ্যেই কাজ করছি। এজন্য আমি সারা দেশের হাসপাতালগুলো পরিদর্শন করছি। পরিদর্শন শেষে ঢাকায় ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
আজ শনিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি যাচ্ছি হাসপাতালগুলোকে চিকিৎসার ক্ষেত্রে স্বাবলম্বী করতে। দেশের হাসপাতালগুলো চিকিৎসার ক্ষেত্রে স্বাবলম্বী হলে সাধারণ মানুষকে ঢাকা গিয়ে চিকিৎসার জন্য ভিড় করতে হবে না।’
এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা, বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার নজির, বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবিরসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।