স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ১৯:১২
শেয়ার :
স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

স্বামী লালু মিয়ার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আছমা খাতুন নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ফুলবাড়িয়া-রাধাকানাই সড়কের আন্ধারিয়াপাড়া মজিবুর সুপারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। ওইদিন রাত ১০টায় নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

নিহতের বড় ভাই হারুন অর রশিদ জানান, বিপরীত দিক থেকে একটি ট্রাক আসায় জায়গা করে দিতে গিয়ে মোটরসাইকেলের চাকা সামনের গর্তে পড়ে স্লিপ করে। এ সময় লালু মিয়ার স্ত্রী আছমা মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই রক্তক্ষরণ হয়ে আছমার মৃত্যু হয়। তার কোলে থাকা সাড়ে ৩ বছরের শিশু লায়লা অলৌকিকভাবে বেঁচে যায়।

তিনি জানান, আছমা সতেরতম শিক্ষক নিবন্ধনে সুপারিশপ্রাপ্ত হয়ে মুক্তাগাছার সৈয়দপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে যোগদান করার কথা ছিল। আলিফ নামের ৮ বছর বয়সের আরেক ছেলে রয়েছে তার।