নাফ নদে ভাসছিল মরদেহ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফনদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শনিবার দুপুরে টেকনাফ উপজেলার দমদমিয়া সংলগ্ন নাফনদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তপন কুমার বিশ্বাস বলেন, ‘দুপুরের টেকনাফ হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন নাফনদে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ ফাঁড়িতে আনা হয়।’
তিনি আরও বলেন, ‘মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’