আমি কোথাও কোনো দুর্নীতি করি নাই: মতিউরের স্ত্রী

রায়পুরা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ১৭:০৭
শেয়ার :
আমি কোথাও কোনো দুর্নীতি করি নাই: মতিউরের স্ত্রী

রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী। ছবি: ভিডিও থেকে নেওয়া

ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা ড. মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী বলেছেন, ‘আমি রায়পুরাতে কোনো দুর্নীতি করি নাই, আমি নরসিংদীতে করি নাই, আমি বাংলাদেশের কোথাও কোনো দুর্নীতি করি নাই। যদি দুর্নীতি করে থাকি, সেটা আইন আছে। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। তার মাধ্যমে যে বিচার হবে, আমি সব বিচার মাথা পেতে নেব।’ 

গতকাল শুক্রবার রায়পুরা উপজেলা মির্জানগর ইউনিয়নে ‘চেয়ারম্যান কাপ আন্ত:ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

লায়লা কানিজ লাকী বলেন, ‘আমার এই হাত সাক্ষী, আমি পৃথিবীতে কোনো অন্যায় করি নাই। আজকে আমি যড়যন্ত্রের শিকার। আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম রায়পুরাকে একটি মডেল ও স্মার্ট রায়পুরা গড়ে তুলব। আপনার যদি আমার পাশে থাকেন তাহলে আমরা অবশ্যই পারব।’

খেলার আয়োজন করেন মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহিন আহম্মেদ সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই পরিষদের চেয়ারম্যান হাজী মো. বশির উদ্দিন সরকার রিপন।

খেলায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন হাঁটু ভাঙ্গা মডেল স্কুলের পরিচালনা বোর্ডের সভাপতি মো. জুয়েল মাহমুদ। বক্তব্য দেন ব্যবসায়ী মো. শফিকুল ইসলা আকাশ, সমাজ সেবক মো. হাবিব সরকারসহ অনেকে। খেলার ধারা বর্ণানায় ছিলেন ক্রীড়মোদি মো. নজরুল ইসলাম। 

ফাইনাল খেলায় মির্জানগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডকে ৪৯ রানে হারিয়ে ৬ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়।