প্রথমবার একমঞ্চে ‘হঠাৎ বৃষ্টি’র গায়ক ও নায়ক
ঢাকা মাতালেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। গতকাল শুক্রবার রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘ঢাকা মেলাঞ্চলি’র মঞ্চে সংগীত পরিবেশ করেন তিনি। কনসার্টে একসঙ্গে প্রথমবারের মতো মঞ্চে উঠেন ‘হঠাৎ বৃষ্টি’র নায়ক ফেরদৌস আহমেদ ও গায়ক নচিকেতা ।
আর সেই মুহূর্তের কিছু ছবি ফেসবুকে শেয়ারও করেছেন চিত্রনায়ক ফেরদৌস। লিখেছেন, ‘আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ নচিকেতা দা, অনেক দিন পর দেখা এই প্রথম আমরা একসঙ্গে ঢাকার মঞ্চে।’
তিনি আরও লিখেছেন, ‘এ যেন হঠাৎ বৃষ্টি। কি অসাধারণ একজন সুরকার এবং সিঙ্গার। হঠাৎ বৃষ্টি কিন্তু নচিকেতা দার প্রথম চলচ্চিত্র। অনন্ত ভালোবাসা তোমার জন্য।’ এ পোস্টে দুই তারকার ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অভিনেতার পোস্টে কমেন্ট করেছেন রাহাতুল ইসলাম রাসেল নামে একজন ভক্ত। লিখেছেন, ‘আপনি আমার খুব পছন্দের একজন অভিনেতা। আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা রইল, ফেরদৌস ভাই আপনার হঠাৎ বৃষ্টি সিনেমা এটা ভোলা যায় না, আর নচিকেতা দার গানগুলো অসাধারণ, আমি আপনাদের সিনেমার গান বা অডিও গান সবসময় শুনে থাকি, এককথায় আমি আপনাদের খুব বড়ো ভালোবাসার ভক্ত সেই হঠাৎ বৃষ্টি থেকে শুরু করে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সোহাগ হোসেন নামে আরেক ভক্ত লিখেছেন, ‘শুভকামনা রইল সবসময় ভাই, এভাবেই এগিয়ে যেতে হবে। হঠাৎ বৃষ্টি ছায়া ছবি অতুলনীয় একটি চলচ্চিত্র এবং দর্শক সমর্থন প্রিয় ছায়া ছবি যা সমাজের বাস্তবতা তুলে ধরে।’