প্রবল চাপের মুখে অবস্থান স্পষ্ট করলেন বাইডেন
রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্ক-বিপর্যয়ের পর থেকে নিজ দল ও দাতাদের থেকে বাইডেনের সরে দাঁড়ানোর চাপ বাড়ছে। এ পর্যন্ত নিজ দল ডেমোক্রেটিক পার্টির অন্তত ১৯ জন আইনপ্রণেতা বাইডেনকে সরে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন।
কিন্তু চাপ সত্ত্বেও আগামী নভেম্বরে দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করতে বদ্ধপরিকর বাইডেন। এ জন্য তিনি নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এক নির্বাচনী প্রচার সভায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমিই (ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট) প্রার্থী। আমি কোথাও যাচ্ছি না।’ এ সময় উপস্থিত সমর্থকদের ‘হাল ছেড়ো না’ বলে তাকে সমর্থন দিতে দেখা যায়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের এক নির্বাচনী প্রচার সভায় বাইডেন এসব কথা বলেন। বাইডেন বলেন, ‘রাজনীতির প্রতি বিনোদন বা রিয়্যালিটি টিভি শোর মতো আচরণ বন্ধ করার এটাই উপযুক্ত সময়।’
এ সময় বিভিন্ন কথায় উপস্থিত সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করেন বাইডেন। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও খেপিয়ে তোলার চেষ্টা করেন। বলেন, ‘তারা আমাকে প্রশ্নবিদ্ধ করার সব চেষ্টা করছে। ভেবে দেখুন, বিনা বাধায় ট্রাম্প জিতে যাচ্ছে; এমন কিছু কী সহ্য করা যায়?’ এ ছাড়া ট্রাম্প তার বিরুদ্ধে ঠাট্টায় মেতেছেন ইঙ্গিত করে সতর্ক করেন বাইডেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস