অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা

বিনোদন ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ১১:০০
শেয়ার :
অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ও ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং ব্যবসায়ী বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন। গতকাল শুক্রবার গুজরাটি রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। দীর্ঘ সময়ের প্রাক বিয়ের অনুষ্ঠানের পর অবশেষে চার হাত এক হলো তাদের।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, সনাতন ধর্মে সাধারণত কনের বাড়িতে কনের পরিবার বিয়ের আনুষ্ঠানিকতার সব আয়োজন করে। কিন্তু গুজরাটি বিয়ের নিয়মে গুজরাট সম্প্রদায় তাদের বিয়ের অনুষ্ঠানের রীতি অনুযায়ী বরের পরিবার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। তাই রাধিকা নয়, অনন্তের বাড়িতেই বিয়ের সব আনুষ্ঠানিকতা ও আয়োজন সম্পন্ন হয়েছে। 

বিয়েতে সাদা লেহেঙ্গা পরেছিলেন রাধিকা। অন্যদিকে হালকা রঙয়ের পোশাকেই বর সেজেছিলেন অনন্ত। কাঙ্ক্ষিত বিয়ের পরিসমাপ্তিতে দীর্ঘ প্রেমের সম্পর্ক নতুন পরিচয় পাওয়ায় খুশি বর-বধূ দুজনেই।

এদিন বলিউড থেকে ক্রিকেট তারকা, বড় বড় ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ, হলিউড তারকাদের নিয়ে জমে উঠেছিল নবদম্পতির বিয়ের আসর। শুধু বর-কনেই নয় নজরকাড়া সব লুকে হাজির হয়েছিলেন সব তারকা।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে অনন্ত ও রাধিকার বিয়ের ছবি। বিয়ের পর বর-কনের হাস্যোজ্জ্বল মুখ রীতিমতো নজর কাড়ে সবার। বাবার হাত ধরে বিয়ের মণ্ডপে যান রাধিকা। এ মুহূর্তটিকে সুরের জাদুতে আরও আবেগী করে তোলেন গায়িকা শ্রেয়া ঘোষাল।

মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে তাদের বিয়ের আসর। তিনদিন ধরে চলবে এ বিয়ের উৎসব। শুভবিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে তাদের। এরপর আজ অনুষ্ঠিত হবে শুভ আশীর্বাদ। আর আগামীকাল রবিবার উৎসব বা রিসেপশন।