আজ কোথায় কী আয়োজন?
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিল্পমন্ত্রীর কর্মসূচি
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বেলা ১১টায় ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা (জিপিইউএফএফ) পরিদর্শন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শ্রম প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘শিশুশ্রম প্রতিরোধে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বাণিজ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় কারওয়ানবাজার টিসিবি ভবনে জাতীয় রফতানি ট্রফি ২০২১-২২ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বিএনপির কর্মসূচি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত এবং ফুলেল শ্রদ্ধা জানাবেন নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা।