নিজ তাগিদেই নতুন গান প্রকাশ করছি

তারেক আনন্দ
১৩ জুলাই ২০২৪, ০০:০০
শেয়ার :
নিজ তাগিদেই নতুন গান প্রকাশ করছি

কণ্ঠশিল্পী শাপলা পাল। নতুন গান, স্টেজ শো ও টেলিভিশন লাইভ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আজ রাত ১০টা ৫০ মিনিটে সরাসরি সংগীত পরিবেশন করবেন এশিয়ান টেলিভিশনে। লাইভ ও সংগীতে অন্যান্য ব্যস্ততা নিয়ে কথা হয় তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন- তারেক আনন্দ

আজ এশিয়ান টিভিতে সংগীত পরিবেশন করবেন। শ্রোতাদের কোন গানগুলো শোনাবেন?

হারানো দিনের বাংলা গান- ‘যার ছায়া পড়েছে’, ‘পারি না ভুলে যেতে’, ‘বাঁকা চোখে বলো না’, ‘তুমি আসবে বলে’, ‘এই পৃথিবীর পরে’, ‘এই বৃষ্টিভেজা রাতে’সহ মৌলিক গান ‘আমার ঘরে শ্রাবণ ঝরে’, ‘বিনয় করি গো পিয়া’, ‘শেষবার’, ‘মা’সহ শ্রোতাদের অনুরোধের গানও পরিবেশন করব।

স্টেজ শো ও নতুন গান নিয়েও আপনার দারুণ ব্যস্ততা। শিগগির শ্রোতাদের কোন গান উপহার দেবেন?

স্টেজ শোর ব্যস্ততা এখন একটু কম। অফ সিজন। টুকটাক শো করছি। এটা হয়তো সামনে বাড়বে। উৎপল দাসের কথায়, রকেট মণ্ডলের সুর ও সংগীতায়োজনে গত ঈদে প্রকাশ হয়েছে ‘আমার ঘরে শ্রাবণ ঝরে’ গানের মিউজিক ভিডিও। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। শিগগির প্রকাশ হবে ‘শিশির ভেজা পায়ে’ গানের মিউজিক ভিডিও। এ গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী। সংগীতায়োজন করেছেন রিজভী অদিত ও শরিফুল ইসলাম সুমন। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে একটি গান প্রকাশ করব।

আধুনিক গানের পাশাপাশি ক্লাসিক্যাল চর্চা করে যাচ্ছেন। শুদ্ধধারায় গান করতে গিয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারছেন বলে মনে করেন?

একটু চ্যালেঞ্জিং। চেষ্টা করে যাচ্ছি। অন্য ঘরানার গান করলে হয়তো রাতারাতি পরিচিতি আসে। কিন্তু ভালো গান ছড়াতে সময় লাগে। সবাই তো সব ধরনের গান শোনে না। একজন শিল্পী সব ঘরানার শ্রোতাকে সন্তুষ্ট করতে পারেন না। তবুও চেষ্টা করছি ভালো গান করে যেতে। আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।

সম্প্রতি একটি টেলিভিশনে ফেরদৌস আরার উপস্থাপনায় সংগীত পরিবেশন করে ব্যাপক প্রশংসা পেয়েছেন। এই অনুষ্ঠানের অভিজ্ঞতা কেমন ছিল?

হারানো দিনের বাংলা গান নিয়ে অনুষ্ঠানটি ছিল। এপার বাংলা ওপার বাংলার বিখ্যাত শিল্পীদের গান গেয়েছি। শ্যামল মিত্রের ‘ঝিরিঝিরি বাতাস’, আবিদা সুলতানার ‘তুমি চেয়েছিলে ওগো জানতে’, রুনা লায়লা ম্যামের ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ ও আরতি মুখোপাধ্যায়ের ‘এক বৈশাখে দেখা হলো দু’জনার’। গানগুলো গাওয়ার পর থেকেই সংগীতের গুণীজনরা প্রশংসা করেছেন। ফেরদৌস আরা আপা বলেছেন, মিষ্টি কণ্ঠের সুন্দর গান। এ বিষয়গুলো অনুপ্রাণিত করে।

সংগীতচর্চায় যাদের সান্নিধ্যে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন, তাদের সম্পর্কে জানতে চাই।

প্রথমে হাতেখড়ি আমার মা সঞ্জু পালের কাছে। এরপর অরুণ সাহা, ওস্তাদ রাখাল নন্দী, সুরবন্ধু অশোক চৌধুরী, সুজিত মোস্তফার কাছে গান শিখেছি। বর্তমানে শিখছি জনপ্রিয়শিল্পী প্রিয়াংকা গোপের কাছে।

সংগীতাঙ্গনে দশ বছরের পথচলা। অনেক নতুন শিল্পী এর মধ্যে ঝরে গেছেন। এই পথচলা কতটা মসৃণ ছিল?

২০১৪ সালে ‘তুমি যাচ্ছো বহু দূরে’, ২০১৬ সালে একক অ্যালবাম ‘স্বপ্ন তরী’ প্রকাশ হয়। দশ বছরে প্রকাশ হয়েছে ১৭টি মৌলিক গান। এই সময়টা মসৃণ ছিল না, প্রতিনিয়ত স্ট্রাগল করে যাচ্ছি। নিজ তাগিদেই নতুন গান প্রকাশ করছি।