যমুনা গ্রুপের নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৪, ০০:০০
শেয়ার :
যমুনা গ্রুপের নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে যুগান্তর ও যমুনা গ্রুপ পরিবার।

কর্মসূচির মধ্যে রয়েছে আজ শনিবার সকাল ৭টায় পবিত্র কোরআনখানি, সকাল ৯টায় বনানী কবরস্থানে কবর জিয়ারত, বেলা ১১টায় যুগান্তর কার্যালয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুর ১২টায় আলোচনাসভা ও দোয়া মাহফিল।

নুরুল ইসলাম স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম যমুনা গ্রুপের চেয়ারম্যান। ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিন মেয়ে-সোনিয়া সারিয়াত ইসলাম, মনিকা নাজনীন ইসলাম এবং সুমাইয়া রোজালিন ইসলাম যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক।

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্য ও স্বজনরা। বিজ্ঞপ্তি