সিনেমার মুনাফা ব্যয় হবে হাসপাতাল নির্মাণে
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন টলিউড অভিনেতা সৌরভ দাস। ‘ভর্গ’ নামের এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন প্রান্তিকা দাস। সিনেমাটি যে মুনাফা করবে তা হাসপাতাল নির্মাণে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ‘ভর্গ’ ক্যারিয়ারের প্রথম ছবি পরিচালক শুভম রায়ের। সিনেমাটিতে কৌস্তভ ও শর্মিলার মধুর দাম্পত্যজীবন তুলে ধরা হবে। সিনেমাটিতে কৌস্তভ ও শর্মিলার চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস ও প্রান্তিকা দাস।
এই সিনেমার লভ্যাংশের পুরোটাই সমাজসেবামূলক কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক, প্রযোজক শুভম। তিনি জানালেন, ছবি থেকে যে টাকা তিনি উপার্জন করবেন, তা নদীয়ার একটি হাসপাতাল তৈরির কাজে দান করবেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এর আগে সৌরভ ও প্রান্তিকা জুটি বেঁধে একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করেন। মুক্তির অপেক্ষায় রয়েছে সেই সিরিজ়টি।
সিনেমাটি নিয়ে সৌরভ বলেন, ‘শুভমের সঙ্গে এটিই প্রথম কাজ। আমার চরিত্রটিও খুব সুন্দর। দারুণ অভিজ্ঞতা হলো। তা ছাড়া এই ছবির একটা অন্যদিক রয়েছে। একটি মহতী উদ্যোগ রয়েছে শুভমের। তাই তার পাশে থাকতে চেয়েছিলাম।”
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অন্ দিকে অভিনেত্রী প্রান্তিকা সম্প্রতি কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া-৩’ ছবিতে অভিনয় করেছেন।
ছবির অন্য চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস গঙ্গোপাধ্যায়, গার্গী সেনগুপ্ত, সূর্য মজুমদার প্রমুখ।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’