জামিন পেলেও মুক্তি মেলেনি কেজরিওয়ালের
অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার ভারতের সুপ্রিমকোর্টে আবগারি কেলেঙ্কারি মামলায় শুনানি শেষে জামিন দেওয়া হয় তাকে। তবে এখনই মুক্তি মিলছে না তার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
২০২১ সালের নভেম্বরে কেজরিওয়ালের দিল্লি সরকার মদ বিক্রির নতুন এক নীতি কার্যকর করে। তবে কয়েকদিন পরই সেই নীতি বাতিল করা হয়। এরইমধ্যে সেই নতুন নীতির অধীনে নির্দিষ্ট কিছু মদ ব্যবসায়ীর কাছ থেকে ঘুস নিয়ে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মদ বিক্রির লাইসেন্সের জন্য ডিলাররা আম আদমি পার্টিকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছিল বলে অভিযোগ।
কেজরিওয়ালের আইনজীবী দাবি করেন, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণই নেই কেন্দ্রীয় সংস্থার হাতে। সেই শুনানির পর প্রাথমিকভাবে রায় দেওয়া স্থগিত রাখেন বিচারক। পরে শর্তসাপেক্ষে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করা হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
জামিন পেলেও আপাতত জেলেই থাকতে হচ্ছে কেজরিওয়ালকে। কারণ, কয়েকদিন আগে তাকে অন্য মামলায় গ্রেফতার দেখিয়েছে সিবিআই।
সম্প্রতি আদালত কক্ষেই দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। এর আগে তিনি গ্রেফতার হন ইডির হাতে। সেই মামলায় হাইকোর্টে প্রথমে জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। তবে পরে সেই জামিনের ওপর স্থগিতাদেশ দেয় আদালত।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস