জলাবদ্ধতা: যানজট নিয়ে যে বার্তা দিল ট্রাফিক বিভাগ

অনলাইন ডেস্ক
১২ জুলাই ২০২৪, ১৬:২৮
শেয়ার :
জলাবদ্ধতা: যানজট নিয়ে যে বার্তা দিল ট্রাফিক বিভাগ

সকাল থেকে টানা তিন ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা-সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এমন বৃষ্টি চলতে পারে আজ প্রায় সারা দিন। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে ঢাকার বিভিন্ন এলাকায়। 

বৃষ্টিতে বেড়েছে মানুষের ভোগান্তি। রাজধানীর বিভিন্ন সড়কে কোথাও হাঁটুপানি, কোথাও কোমর সমান পানি জমে গেছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। আর বিভিন্ন কাজে বাইরে বের হওয়া মানুষও পড়েছে চরম ভোগান্তিতে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের সর্বত্রই বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি চলতে পারে আজ প্রায় সারা দিন। তবে আগামীকাল থেকে বৃষ্টি একটু কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৩০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এ বছর ঘূর্ণিঝড় রিমালের সময় ২৪ ঘণ্টায় ২২৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। তবে অল্প সময়ে এতো ভারি বৃষ্টিপাত সাম্প্রতিক সময়ে হয়নি।’

এদিকে প্রচণ্ড বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে গিয়ে রাস্তাতেই অনেক গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি করেছে। এজন্য রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

যেসব এলাকার বাসিন্দাদের কথা উল্লেখ করেছে ট্রাফিক বিভাগ সেগুলো হলো- ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কাওরান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড ও মিরপুর মাজার রোড।