পাকিস্তানে পার্লামেন্টের সংরক্ষিত আসন পাচ্ছে পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৪, ১৫:২২
শেয়ার :
পাকিস্তানে পার্লামেন্টের সংরক্ষিত আসন পাচ্ছে পিটিআই

পাকিস্তানে বড় আইনি জয় পেল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। আজ শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, পার্লামেন্টের সংরক্ষিত আসন বরাদ্দের ক্ষেত্রে যোগ্য বিবেচিত হবে পিটিআই। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পাকিস্তানের সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন পিটিআই নেতারা। কিন্তু বিরোধী দলে থাকার জন্য সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মতো দলের সঙ্গে জোট বাঁধতে হয় তাদের। সংরক্ষিত আসন বণ্টনের ক্ষেত্রে বিপাকে পড়তে হয় তাদের। পিটিআই সেখান থেকে কোনো আসনই পাচ্ছিলেন না। 

শুক্রবার বিচারপতি মনসুর আলি শাহ এক রায়ে জানান, সংরক্ষিত আসন পাওয়ার ক্ষেত্রে পিটিআই যোগ্য। কোনো প্রতীকে নির্বাচন না করায় সাংবিধানিকভাবে তারা তো এই অধিকার থেকে বঞ্চিত হতে পারে না।

জুরি বোর্ডের কয়েকজন সদস্য জানান, পিটিআইকে সাধারণ নির্বাচনে লড়াইয়ের অযোগ্য ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন ভুল বার্তা দিয়েছে।

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, রাজনৈতিক দল হিসেবে পিটিআই জাতীয় ও প্রাদেশিক পরিষদে আসন পেয়েছে। তাই সাংবিধানিকভাবে তাদের সংরক্ষিত আসন পাওয়ার অধিকার রয়েছে।